বিদ্যালয়ের অর্জনঃ
এই প্রতিষ্ঠান হতে সৃষ্টি হয়েছে অনেক প্রতিযশা, চিকিৎসক, প্রকৌশলী, প্রশাসক, রাজনীতিবীদ, আইনজীবি, ব্যবসায়ী- যারা দেশ-বিদেশে স্ব-মহিমায় সমুজ্জ্বল ছিলেন এবং বর্তমানে আছেন। অত্র প্রতিষ্ঠান থেকে এসএসসি পরীক্ষায় যশোর বোর্ড হতে ১৯৯৩ সালে অষ্টম স্থান, ১৯৯৮ সালে ১৮তম স্থান, ১৯৯৯ সালে ১৬তম স্থান, ১৯৯৫ সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় খুলনা অঞ্চলে সর্বোচ্চ নম্বর পেয়ে উত্তীর্ণ হয়েছে। ২০১৬ সালে এসএসসি পরীক্ষায় ৪৮ জন জিপিএ-৫ পেয়েছে, পাশের হার ৯৮.৫২%, ২০১৫ সালে এসএসসি পরীক্ষায় ৩৭ জন জিপিএ-৫ পেয়েছে, পাশের হার ৯৫.১২% ২০১২ সালের এসএসসি পরীক্ষায় ৪৯ জন জিপিএ-৫ পেয়েছে, পাশের হার ৯৪.১২%, ২০১১ সালের এসএসসি পরীক্ষায় ৩৩ জন জিপিএ-৫ পেয়েছে এবং ২০১৫ সালে অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষা ৯২ জন জিপিএ-৫ পেয়েছিল, পাশের হার ৯৯.৩৮%, ২০১৪ সালে অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষা ৬৮ জন জিপিএ-৫ পেয়েছিল, পাশের হার ৯৮.০৮%, ২০১২ সালে অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষা ০৭ জন জিপিএ-৫ পেয়েছিল, পাশের হার ৯৫.০৮%, ২০১১ সালে অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষা ১৬ জন জিপিএ-৫ পেয়েছিল,পাশের হার ৯০.০৮% ,২০১০ সালে অষ্টম শ্রেণীতে সমাপনী পরীক্ষা ১৭ জন জিপিএ-৫ পেয়েছিল। এসএসসি ও জেএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। সহপাঠ্যক্রমিক কার্যাবলীতে অত্র প্রতিষ্ঠান হতে লাফ-ধাপ-ঝাঁপ খেলায় জাতীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার এবং আন্তঃবিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতায় স্বর্ণপদক বিজয়। স্কাউটিং-এ ৩ জন ছাত্র প্রেসিডেন্ট এ্যাওয়ার্ড লাভ করেছে। স¤প্রতি বিএনসিসি বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে এবং শ্রেষ্ঠ ইউনিট লিডার নির্বাচিত হয়েছে। স¤প্রতি কাবাডি খেলায় ছাত্ররা একাধিকবার বিভাগীয় পর্যায়ে গমন করেছে। স্কাউটিং জাম্বুরীতে নিয়মিত অংশ গ্রহণ করে থাকে এবং স্কাউট শিক্ষক একাধিকবার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয়েছে। জাতীয় শিক্ষাসপ্তাহ-২০১৬ এ ভেড়ামারা উপজেলায় শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নির্বাচিত হয়েছে।এছাড়া সৃজনশীল মেধা অন্বেশন প্রতিযোগিতা- ২০১৬ এ জেলা পর্যায়ে ০৪ জন ও বিভাগীয় পর্যায়ে ০২ জন শিক্ষার্থী অংশগ্রহন করেছে । এ সাফল্য গতিশীল রাখার জন্য আমরা বদ্ধপরিকর।